ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন - ajkerparibartan.com
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

2:48 pm , January 4, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ কেক কাটা, ছাত্র সমাবেশ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নগরীতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে শহীদ সোহেল চত্বর দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম, সাজ্জাদ সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্না সহ সহ¯্রাধিক ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গনে ছাত্রলীগের ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্র সমাবেশ এবং আলোচনা সভা। এতে অংশ নেয় জেলা ও মহানগর ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মি। সমাবেশে সভাপত্বি করেন জেলা ছাত্রলীগ সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত। সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক। বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ এর সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস সহ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতা কর্মিরা। উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম, সাজ্জাদ সেরনিয়াবাত, মহানগর ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা অনিক সেরনিয়াবাদসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশ থেকে বেলা সাড়ে ১২ টায় বিশাল এক শোভাযাত্রা বেড় হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছে ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। আজ এই সংগঠন ৭৫ বছরে পদার্পন করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT