2:44 pm , January 1, 2022

পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটায় ১১ মণ হাঙর মাছ ও ১ মণ হাঙরের শুঁটকি উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার দুপুরে বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটার ভাড়ানি খাল পাড় থেকে এ মাছ উদ্ধার করা হয়।
কোস্টগার্ডর পাথরঘাটা ষ্টেশনের কমান্ডার এইচএমএম হারুন অর রশিদ জানান, পাথরঘাটা মৎস্য অবতরণ থেকে অবাধে হাঙর মাছ ক্রয় কওর নিয় যাওয়া হছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদী সংলগ্ন ভাড়ানি খাল থক ১১ মণ হাঙর, পরে শুটকি পল্লী থক ১ মণ হাঙরেরে শুটকি জব্দ করা হয়। পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হাঙর গুলো নষ্ট এবং আসলাম ও মাহাবুবকে ৬ হাজার টাকা জরিমানা করার আদেশ প্রদান করেন।