জিপিএ-৫ দ্বিগুণ ॥ এগিয়ে মেয়েরা জিপিএ-৫ দ্বিগুণ ॥ এগিয়ে মেয়েরা - ajkerparibartan.com
জিপিএ-৫ দ্বিগুণ ॥ এগিয়ে মেয়েরা

3:24 pm , December 30, 2021

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার গত বছরের চেয়ে বেড়েছে সাড়ে ১০ ভাগ। এছাড়াও পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েদের সাফল্য আরো ২.৭% বেশী। জিপিএ-৫ নিয়ে সাফল্যের হারও গত বছরের দ্বিগুনেরও বেশী বৃদ্ধি পেয়েছে। যারমধ্যে বিজ্ঞান বিভাগেই ৮ হাজার ২৮০ ছাত্রÑছাত্রী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ছাত্রীর সংখ্যা ৪ হাজার ৬৫০। যা ছাত্রদের চেয়ে ১ হাজার ২০ জন বেশী। আর মোট জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যেও ছাত্রীর সংখ্যা ৬ হাজার ২১৫। যা ছাত্রদের চেয়ে ২ হাজার ২০৯ জন বেশী। বরিশাল ক্যাডেট কলেজের সব ছাত্রই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে তাদের অতীত ঐতিহ্য অক্ষুন্ন রেখেছে।
তবে এবারো বিজ্ঞান বিভাগে সার্বিক সাফল্যের হার গড় পাশের হারের চেয়ে ২.৪৫% বেশী। এমনকি বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ৬টি জেলার ১ হাজার ৪৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ১৩ হাজার ৬৭ ছাত্রÑছাত্রী অংশ নিলেও এবারের এসএসসি পরীক্ষায় শূণ্য পাশের হারের কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। অপরদিকে শতভাগ পাশ করেছে ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রÑছাত্রীরা। বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এএসসি পরীক্ষায় ২ হাজার ৬৭ জন অংশ গ্রহনই করেনি।
তবে এবারের এসএসসি পরিক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে ২Ñ<৩ গ্রেডে উত্তীর্ণের সংখ্যাই সর্বোচ্চ ২৮ হাজার ৭৯৯ জন। আর জিপিএ ৪Ñ<৫ গ্রেডে উন্নীত হয়েছে ২৪ হাজার ২২৮ জন।
জেলাওয়ারী ফলাফলে পিরোজপুরের অবস্থান সবার শীর্ষে, জেলাটির ২৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে গড় পাশের হার ৯২.২৬%। এরপরের অবস্থান বরিশালের ৪১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের গড় হার ৯০.৯২%। তৃতীয় অবস্থানে বরগুনা। এ জেলার ১৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯০.৭৩% ছাত্রÑছাত্রী বিভিন্ন গ্রেডে পাশ করেছে। ঝালকাঠীর অবস্থান ৪র্থ। এ জেলার ১৭১টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার ৯০.০৮%। পটুয়াখালীর অবস্থান ৫ম। জেলার ২৫৯ শিক্ষা প্রতিষ্ঠানে পাশের গড়হার ৮৯.৮০%। আর ৮৭.১০ % পাশ করে ৬ জেলার মধ্যে সর্বনি¤œ অবস্থানে দ্বীপ জেলা ভোলার ২শ টি শিক্ষা প্রতিষ্ঠান।
তবে শতভাগ পাশের তালিকায় বরিশালের অবস্থান শীর্ষে। এ জেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ছাত্রÑছাত্রীই উত্তীর্ণ হয়েছে। এরপরের অবস্থান পিরোজপুরে ২৭টি। এছাড়া পটুযাখালীতে ১৫টি, ঝালকাঠীতে ১১টি, বরগুনায় ৫টি ও ঝালকাঠীর ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ছাত্রÑছাত্রীই পাশ করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT