গৌরনদীতে ঋন দেয়ার নামে সঞ্চয় উত্তোলনের পর লাপাত্তা এনজিও আরকে ফাউন্ডেশন গৌরনদীতে ঋন দেয়ার নামে সঞ্চয় উত্তোলনের পর লাপাত্তা এনজিও আরকে ফাউন্ডেশন - ajkerparibartan.com
গৌরনদীতে ঋন দেয়ার নামে সঞ্চয় উত্তোলনের পর লাপাত্তা এনজিও আরকে ফাউন্ডেশন

3:12 pm , December 28, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদীতে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও বেকার যুবকদের ঋন দেয়ার নাম করে কয়েক কোটি টাকার সঞ্চয় উত্তোলণ করে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়েছে আরকে ফাউন্ডেশন নামের একটি ভূঁইফোর এনজিও। প্রতারনার শিকার শতাধিক ব্যক্তিরা সকলেই গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। প্রতারণার শিকার উপজেলার বাউরগাতি গ্রামের শওকত লস্কর, নন্দনপট্টি গ্রামের কামাল হাওলাদার ও রাজাপুর গ্রামের সুজন হাওলাদারসহ একাধিক ভুক্তভোগীরা জানান, আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া গ্রামের অশোক মন্ডল, রাব্বি সরদারসহ আরও ভুক্তভোগীরা জানান, আরকে ফাউন্ডেশন নামের একটি এনজিও ক্ষুদ্র ঋন দেয়ার নাম করে তাদের প্রতিজনের কাছ থেকে পাঁচ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় উত্তোলণ করেছে। সোমবার তাদের মধ্যে ঋন বিতরনের দিন ছিলো। সে অনুযায়ী ঋন গ্রহনের জন্য তারা খাঞ্জাপুর এনজিও’র কার্যালয়ে গিয়ে অফিস তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরবর্তীতে ওই অফিসের মোঃ তৌহিদুল ইসলাম নামের ব্রাঞ্চ ম্যানেজারের ভিজিটিং কার্ডের ০১৯৫১৩২২৫৪১ নম্বরে এবং শিশির নামের ফিল্ড অফিসারের ০১৯৬৬৯৫৩৫৯৭ নম্বরে ফোন করলে নম্বর বন্ধ থাকায় তারা প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। ভুক্তভোগিরা আরও জানান, প্রতারক চক্রটি যার ভবনের ভাড়াটিয়া ছিলো তারাও রহস্যজনক কারনে কোন প্রকার তথ্য না রেখেই এনজিও অফিস ভাড়া দিয়েছে। যার ফলে প্রতারক চক্রদের সনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ওই ভবন মালিক টুটুল হাওলাদারের শশুর এছাহাক হাওলাদার জানান, তার মেয়ে জামাই প্রবাসে থাকায় তিনি অফিসটি ভাড়া দিয়েছেন। ১ জানুয়ারীর ভাড়াটিয়াদের সকল কাগজপত্র দেয়ার কথা ছিলো। এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, ভুক্তভোগীদের কাছ থেকে বিষয়টি শুনে আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT