আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত - ajkerparibartan.com
আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত

2:49 pm , December 25, 2021

 

পরিবর্তন ডেস্ক ॥ নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা।শুক্রবার প্রথম প্রহরে মহা খ্রীস্টযাগ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রার্থনা, গোয়াল ঘরে যীশুকে স্থাপন, উপাসনা সংগীতসহ নানা আয়োজনে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অংশ নেয়।এ সময় সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে দেখা যায়।গতকাল শনিবার সকাল ৮টায় যীশু খ্রিস্টের জন্মোৎসবের জন্য অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কর্তৃক বিভিন্ন স্তরে নির্ধারিত ও সাদা পোশাকে কঠোর নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।প্রার্থনায় উপস্থিত ভক্তরা জানান, যীশু খ্রিস্টের জন্ম দিনে তারা সবাই আনন্দঘন পরিবেশে গীর্জায় এসে প্রার্থনায় যোগ দিয়েছেন। প্রতি বছর তারা এ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন।বড় দিনের ৬ দিন ব্যাপী অনুষ্ঠান ঈশ্বর জননী ধন্যা কুমারী মারীয়ার পর্বোৎসবের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে পহেলা জানুয়ারিতে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT