লঞ্চে লোহার পাত ছাড়া আর কিছুই নেই লঞ্চে লোহার পাত ছাড়া আর কিছুই নেই - ajkerparibartan.com
লঞ্চে লোহার পাত ছাড়া আর কিছুই নেই

5:41 pm , December 24, 2021

পরিবর্তন ডেস্ক ॥ লঞ্চে ভয়াবহ এক অগ্নিকা-ের ঘটনা ঘটলো বছরের শেষ সময়টায়। যার সাক্ষী লঞ্চের বেঁচে যাওয়া যাত্রীসহ সুগন্ধা তীরের মানুষ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পুরো লঞ্চে তল্লাশি শেষ করেছে শুক্রবার দুপুরে। যদিও এখনো চুড়ান্তভাবে অভিযান সমাপ্তির ঘোষণা করেননি তারা। তবে তাদের তল্লাশি অভিযানের পর পুরে লঞ্চটি ঘুরে লোহার পাত আর যন্ত্রাংশ ছাড়া কিছুই পাওয়া যায়নি। এমনকি লঞ্চের কেবিনের দরজা, কেবিনে থাকা খাটের কাঠের চালা, টেলিভিশন, ম্যাট্রেক্স, ফ্যানের পাখা সবকিছুই আগুনে পুড়ে গেছে। লোহার ডেকের ওপর শুধু কয়লা-ছাই আর ভাঙা কাচের স্তুপ। এমনকি দরজা-জানালার কাচ, বাথরুম ও সিরিতে থাকা টাইলসগুলোও ফেটে চুড়মার হয়ে গেছে। ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক বেল্লাল উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন। ততক্ষণে পুরো লঞ্চে আগুন ছড়িয়ে গেছে। আগুন নেভাতে ঝালকাঠির পাশাপাশি বরিশাল, রাজাপুর ও আশপাশের প্রায় ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে এগিয়ে আসে। বরিশাল সদর নৌ স্টেশনের সহায়তায় নদীতে উদ্ধার ও তল্লাশি অভিযানও চালানো হচ্ছে। তিনি জানান, যাত্রীদের দেওয়া তথ্যানুযায়ী লঞ্চের ইঞ্জিন রুমের আশপাশ থেকে আগুন লাগে। তবে সঠিক কারণ জানতে তদন্তের প্রয়োজন। তবে আগুনের ভয়বহতায় অনেক প্রখর ছিল। না হলে লোহার তৈরি এ লঞ্চটিতে এখন লোহা ছাড়া আর কিছুই নেই। এমনকি লোহার পাতের ওপর দেওয়া রঙ পুড়ে গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT