ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - ajkerparibartan.com
ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

5:26 pm , December 24, 2021

পরিবর্তন ডেস্ক ॥ বর্ণাঢ্য আয়োজনে নগরীতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দৈনিক ইত্তেফাক ৬৯ বছরে পদার্পনে শুক্রবার বেলা সাড়ে ১১টায় বরিশাল ক্লাবের গোলাম মাওলা কনভেনশন হলে সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মো. মইদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইকবাল হুসাইন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফরহাদ সরদার, জেলা প্রশাসনের এনডিসি নাজমুল হূদা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাবেক সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, বরিশাল নাগরিক পরিষদের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, সরকারী বিএম কলেজ অধ্যক্ষ ড. মো. গোলাম কিবরিয়া, সনাক সভাপতি শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, সরকারী বরিশাল কলেজের অধ্যক্ষ আব্বাস উদ্দিন, ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. এমএ রব, বিএম কলেজের উপাধ্যক্ষ ড. এএস কাইয়ুম উদ্দিন আহমেদ, বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল-আমিন সরোয়ার, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সরদার, সাউথ এ্যাপোলো মেডিকেল সার্ভিসেস এর চেয়ারম্যান হালিম রেজা মোফাজ্জেল, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা পুষ্পকলির কথা’র প্রকাশক ও সম্পাদক শামীমা সুলতানা, আলম বুক এজেন্সির স্বত্ত্বাধিকারী আলম সিকদার, রকি নিউজ এজেন্সির মো. রকি, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসের ফটো সাংবাদিক ফারুক লিটু, মুলাদী সংবাদদাতা আলমগীর হোসেন সুমন, বানারীপাড়া সংবাদদাতা এস. মিজানুল ইসলাম, বাকেরগঞ্জ সংবাদদাতা মো. গোলাম মোস্তফা, হিজলা সংবাদদাতা মো. আলহাজ¦, দি নিউ নেশন পত্রিকার বরিশাল প্রতিনিধি মাসুদ রানা, দি সাউথ এশিয়ান টাইমস পত্রিকার বরিশাল প্রতিনিধি রাতুল আহম্মেদ, সকাল সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুহাম্মদ অছিউর রহমান ত্বহা, দি নিউ নেশন পত্রিকার বরিশাল সদর উপজেলা প্রতিনিধি মো. কাইয়ূম আহম্মেদ, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোঃ মাইনুল ইসলাম মুনির, সাধারণ সম্পাদক আবুল কালাম কালু, সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম বাদল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইউনিভার্সিটি অব গ্লোব ভিলেজ এর জনসংযোগ কর্মকর্তা মেহেদি হাসান শুভ।
এদিকে দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের জন্ম দিন উপলক্ষ্যে সরকারী-বেসরকারী সংস্থা সহ বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ শুভেচ্ছা জানাতে ফুল ও কেক নিয়ে অনুষ্ঠান স্থলে আসেন। তারা ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকের বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করে ভবিষ্যত সাফল্য কামনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT