কুয়াকাটার ৭৫ শতাংশ হোটেল-মোটেলে আগাম বুকিং কুয়াকাটার ৭৫ শতাংশ হোটেল-মোটেলে আগাম বুকিং - ajkerparibartan.com
কুয়াকাটার ৭৫ শতাংশ হোটেল-মোটেলে আগাম বুকিং

2:25 pm , December 22, 2021

 

পরিবর্তন ডেস্ক ॥ বড়দিনকে সামনে রেখে ২৪ ও ২৫ ডিসেম্বরের জন্য কুয়াকাটায় ৭৫ শতাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) ভাইস-প্রেসিডেন্ট লুৎফুল হাসান রানা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, কুয়াকাটায় সর্বমোট ১৬০টি আবাসিক হোটেল-মোটেল আছে। এর মধ্যে ২৪-২৫ ডিসেম্বরের জন্য ৭৫ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় বছরের পর্যটন মৌসুমে বিশেষ করে নভেম্বর থেকে চার-পাঁচ মাস মুখর থাকে পর্যটকে। তবে করোনা দীর্ঘদিন বন্ধ থাকার পর ডিসেম্বরের শুরুতেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেন সূর্যোদয় ও সূর্যাস্তের লীলাভূমি কুয়াকাটায়।হোটেল সাগরকন্যা রিসোর্টের পরিচালক ইব্রাহিম ওয়াহিদ বলেন, ১৬ ডিসেম্বর থেকে আমাদের রিসোর্ট বুকিং আছে।২৫ ডিসেম্বরের মধ্যে কোনো রুম খালি নেই।কুয়াকাটা পর্যটন মোটেল অ্যান্ড ইয়ুথ ইনের পরিচালক শাহজাহান কবির বলেন, আমাদের পর্যটন মোটেলে ৮০টির ওপরে কক্ষ আছে। এর মধ্যে ২৫ তারিখের দু-একটা রুম থাকলেও ২৪ তারিখের কোনো রুম ফাঁকা নেই। আগেই বুকিং হয়ে গেছে। এখন অনেক ফোন আসছে। কিন্তু কাউকে রুম দিতে পারছি না।তিনি আরও বলেন, কুয়াকাটায় অবস্থানরত প্রথম ও দ্বিতীয় শ্রেণির হোটেলগুলো অনেক আগেই বুকিং হয়ে যায়। তবে তৃতীয় শ্রেণির হোটেলগুলোতে কিছু রুম ফাঁকা থাকে।বড়দিনের উৎসবকে ঘিরে কুয়াকাটায় আয়োজন ও পর্যটকদের নিরাপত্তায় সর্বদা প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক এম মিজানুর রহমান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT