2:49 pm , December 18, 2021

ঝালকাঠি প্রতিবেদক ॥ নলছিটিতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে। শনিবার সকালে ইজিবাইক চালক মো. সোবাহান খলিফার (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। সে নলছিটির তিমিরকাঠি এলাকার মৃত রশিদ খলিফা ছেলে।
পুলিশ জানিয়েছে, বরিশাল-ঝালকাঠি সড়কের পাশে ষাটপাকিয়া সোবাহান খলিফার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি পেশায় একজন অটোচালক। সোবাহান প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে আটটার দিকে স্বজনদের সাথে মুঠোফোনে যোগাযোগ করে। স্বজনরা জানিয়েছে, রাতে কোন এক সময় তাঁকে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। তার ইজিবাইক গাড়িটি পাওয়া যায়নি। নলছিটি থানায় ওসি মু. আতাউর রহমান বলেন, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে রেখে ইজিবাইক নিয়ে চলে গেছে দুর্বৃত্তরা। সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহ পোস্টমর্টেমের জন্য ঝালকাঠি হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।