বাকেরগঞ্জের চরামদ্দি ইউপির ৮ নং ওয়ার্ডে জনপ্রিয়তা এগিয়ে বাছেল বাকেরগঞ্জের চরামদ্দি ইউপির ৮ নং ওয়ার্ডে জনপ্রিয়তা এগিয়ে বাছেল - ajkerparibartan.com
বাকেরগঞ্জের চরামদ্দি ইউপির ৮ নং ওয়ার্ডে জনপ্রিয়তা এগিয়ে বাছেল

2:53 pm , December 15, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে সদস্য (মেম্বর) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সকলের প্রিয় মুখ মোঃ আবুবকর সিদ্দিক বাছেল। আগামী ২৬ ডিসেম্বর ওই ইউপিতে ভোট গ্রহন হবে। নির্বাচনকে সামনে রেখে জমজমাট প্রচারনা করছেন আবু বকর সিদ্দিক বাছেল। ওয়ার্ডের সর্ব শ্রেনীর মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব বাছেলের প্রচরনায় স্বত.স্ফুর্তভাবে অংশ নিচ্ছে সকলে। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাছেল টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকার স্বজ্জন এবং সমাজ সেবক হিসেবে পরিচিত বাছেলের প্রচার প্রচারণায় দিনরাত ঘাম ঝরাচ্ছে এলাকার সাধারন জনগন। এই ইউনিয়নের ওয়ার্ডটিতে বাছেলের জনপ্রিয়তা অন্যান্য প্রার্থীদের প্রচারনায় ভাটা পড়েছে। জনগণের সেবা করার মনোভাব নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছেন এবং নির্বাচিত হলে জনসেবায় নিজেকে উজাড় করবেন বলে জানিয়েছেন মো. আবুবকর সিদ্দিক বাছেল। তাই দিনরাত এক করে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। ওয়ার্ডের সাধারণ ভোটারদের দাবি, বাছেল একজন মাটির মানুষ। প্রতিনিধি হিসেবে নয়, তাকে চেনেন সর্বদা বিপদে-আপদে পাশে দাঁড়ানো একজন মানুষ হিসেবে। ওয়ার্ডের সাধারণ ভোটারদের যেকোন প্রয়োজন অথবা বিপদে পাশে পেয়েছেন মোঃ আবুবকর সিদ্দিক বাছেলকে। নির্বাচনে প্রতিনিধি হতে এবার অংশ নিলেও বাছেল ওয়ার্ডের সাধারণ বাসিন্দাদের সেবা করে আসছে অনেক আগ থেকেই। এ পর্যন্ত তাঁর ব্যক্তিগত উদ্যোগে ৭/৮ টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে ওয়ার্ডে। তিনি ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করেছেন ওয়ার্ডের একাধিক রাস্তাঘাট। নাগরিক সমস্যা সমাধানে ওয়ার্ডের বাসিন্দাদের পাশে থেকেছেন সবসময়। তাই এমন একজন প্রতিনিধি নির্বাচনে ওয়ার্ডের সকল ভোটাররা একজোট হয়ে কাজ করছেন বলে জানিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের দ্বারা কিছু বাধা-বিপত্তির সম্মুখিন হতে হলেও সাধারণ ভোটাররা একজোট হয়ে কাজ করে আগামী ২৬ শে ডিসেম্বর নির্বাচনে মেম্বার পদে বাছেলকে জয়ী করে আনবেন বলেও জানান তারা। সর্বত্র এখন টিউবওয়েল প্রতীকের জয়গান চলছে। এ বিষয়ে প্রার্থী মোঃ আবুবকর সিদ্দিক বাছেল বলেন, ছেলেবেলা থেকেই জনগণের সেবা করেছি। কখনো কিছু পাওয়ার আশা রেখে জনসেবা করেননি। ওয়ার্ডের সাধারণ বাসিন্দাদের সেবা করতে পারলে মানসিক শান্তি অনুভব করেন। তাই সর্বদা তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। এই সেবাই আরো পরিপূর্ণরূপে করার জন্য প্রতিনিধি হওয়ার নির্বাচনে অংশ নিয়েছেন। সাধারণ সদস্য নির্বাচিত হলে এমন অনেক সেবা জনগণের জন্য এনে দিতে পারবেন। যা একজন সাধারন সমাজসেবকের পক্ষে সম্ভব নয়। তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছেন। নির্বাচনে অংশ নেয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি আসছে বলে অভিযোগ করেন বাছেল। এমনকি তাঁর নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা দেয়া হচ্ছে অনেক স্থানেই। এ সকল বিষয় তিনি প্রশাসনকে অবহিত করেছেন বলে জানিয়েছেন। বাছেল বলেন, আগামী ২৬ ডিসেম্বর সুষ্ঠু ভোট হলে তিনি শতভাগ জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনে জয় পরাজয় যাই হোক আগামী দিনেও পূর্বের ন্যায় ওয়ার্ডের সাধারণ বাসিন্দাদের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবেন। ওয়ার্ডে তার জমজমাট প্রচার প্রচারণা চলছে। এক হাজার ৮শ ভোটারের এই ওয়ার্ডে বেশকিছু নাগরিক সমস্যা রয়েছে। রাস্তাঘাটে সমস্যা রয়েছে, আছে ইভটিজিং ও মাদকের মতো সমস্যাগুলো। এছাড়া ইউনিয়নে বাল্যবিবাহ একটি বড় সমস্যা বলে জানান বাছেল। নির্বাচিত হতে পারলে এ সকল সমস্যাকে খুঁজে খুঁজে সমাধান করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT