সাবেক তথ্য ডা. মুরাদসহ দুই জনের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের সাবেক তথ্য ডা. মুরাদসহ দুই জনের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের - ajkerparibartan.com
সাবেক তথ্য ডা. মুরাদসহ দুই জনের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

3:47 pm , December 13, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুই জনের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে নালিশী অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল সোমবার ওই অভিযোগ দায়ের করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল ইউনিটের সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ।
ট্রাইব্যুনালের (স্পেশাল পাবলিক প্রসিকিউটর) বিশেষ পিপি এ্যাড. ইশতাক আহমেদ রুবেল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিচারক অভিযোগ আমলে নিয়েছেন। তবে কোন আদেশ দেননি। ডিজিটাল নিরাপত্তা আইনে করা নালিশী মামলার অপর বিবাদী হলেন মহিউদ্দিন হেলাল।
মামলার বাদী এ্যাড. আবুল কালাম আজাদ বলেন, সাম্প্রতি মহিউদ্দিন হেলালের আয়োজনে একটি ভার্চুয়াল টকশো হয়। এতে অংশ নেয় তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। টকশোতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিষ্টার জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেন। তাই তিনি মামলাটি দায়ের করেছেন। ট্রাইব্যুনাল মামলা গ্রহন করলেও কোনও আদেশ দেননি। নালিশী অভিযোগের শুনানীতে বাদীসহ বিএনপি নেতা এ্যাড. আলী হায়দার বাবুল, এ্যাড. মহসিন মন্টু, এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, এ্যাড. সাদিকুর রহমান লিঙ্কন, এ্যাড. আজাদ হোসেন, এ্যাড. হুমায়ুন কবির মাসুদ, এ্যাড. আবুল কালাম আজাদ ইমন, এ্যাড. হারুন অর রশিদ, এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, এ্যাড. তছলিম উদ্দিনসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যাকে নিয়ে বিতর্কিত মন্তব্যসহ ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় নানা সমালোচনার মুখে পড়েন ডা. মুরাদ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। একইসঙ্গে জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকেও অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমানে তিনি জামালপুর-৪ আসনের সংসদ সদস্য।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT