2:13 pm , December 11, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলার শরশি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ব্যাটারীচালিত রিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত বৃদ্ধ’র নাম তৈয়ব আলী (৭০)। তিনি কাজলাকাঠী গ্রামের নজর আলীর ছেলে। জানা গেছে, শনিবার সকাল সাড়ে আটটার দিকে রাস্তা দিয়ে হাটছিলেন তৈয়ব আলী। এসময়ে রাস্তা পারাপারের জন্য একটি শিশু দৌড় দেয়। ওই শিশুকে বাচাতে গিয়ে রিকশা চালক তৈয়ব আলীর দিকে রিকশা চালিয়ে যায়। এসময় তৈয়ব আলী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে নেওয়া হলে শনিবার বেলা বারোটা চল্লিশ মিনিটে তার মৃত্যু হয়।