প্রখ্যাত অভিনেতা নিত্যরঞ্জন চক্রবর্ত্তীর সপ্তদশ মৃত্যুবার্ষিকী আজ প্রখ্যাত অভিনেতা নিত্যরঞ্জন চক্রবর্ত্তীর সপ্তদশ মৃত্যুবার্ষিকী আজ - ajkerparibartan.com
প্রখ্যাত অভিনেতা নিত্যরঞ্জন চক্রবর্ত্তীর সপ্তদশ মৃত্যুবার্ষিকী আজ

2:50 pm , December 9, 2021

 

খবর বিজ্ঞপ্তির ॥ বিশিষ্ট নাট্যশিল্পি, সুকণ্ঠের অধিকারী, বরিশাল নাট্য নিকেতনের প্রয়াত সদস্য নিত্যরঞ্জন চক্রবর্ত্তীর সপ্তদশ মৃত্যুবার্ষিকী আজ। নিতাই দা হিসেবে পরিচিত এই শিল্পি ১৯৩০ সালে বর্তমান নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের দেওপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তরুণ বয়স থেকেই যাত্রাভিনয়ের সাথে জড়িয়ে পড়েন। ঝালকাঠিতে যৌবন কাটলেও জীবন-জীবিকার তাগিদে স্বাধীনতাত্তোর কাল থেকে সামান্য হিসাবরক্ষণ কর্মচারী হিসেবে তিনি বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেন। পাশাপাশি নাট্যচর্চায় ছিলেন নিবেদিতপ্রাণ। পাকিস্তান আমলেই তিনি নাট্যগুরু মালেক খানের শিষ্যত্ব গ্রহণ করেন। সঙ্গে পান গোলাম মোস্তফা, রাজ, এস.আলী মোহাম্মদ, জ্যোতিপ্রকাশ রায় হিটলার, হাবিবুল হক পলু, মন্টু সাহা, বলহরি সাহা-সহ প্রমূখ খ্যাতিমান অভিনেতাকে। ঝালকাঠির নট্ট কোম্পানির হয়েও তিনি বেশ কয়েকটি যাত্রাপালায় অভিনয় করেন। বরিশালে আসার পর থেকেই তিনি নাট্য নিকেতনের সদস্য হন। তার অভিনীত অসংখ্য যাত্রাপালার মধ্যে নবাব সিরাজ-উদ-দ্দৌলা, কোহিনূর, দেবদাস, মেঘনাদ বধ, নিহত গোলাপ, নিহত নিয়তি, চন্দ্রগুপ্ত, পরশমণি, শাহজাহান উল্লেখযোগ্য। এছাড়া তিনি অসংখ্য নাটকে অভিনয় করেন। ২০০৩ সালের ১০ ডিসেম্বর রাত সাড়ে এগারোটায় নির্লোভ, নিরহঙ্কারী, সদালাপি নাট্যশিল্পি নিত্যরঞ্জন চক্রবর্ত্তী স্ত্রী, দুইকন্যা ও এক ছেলেকে রেখে পরলোক গমন করেন এবং ঝালকাঠির পূর্বচাঁদকাঠী নিজ বাড়িতে তাঁকে সৎকার করা হয়। অমৃতলাল দে মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য, লেখক, গবেষক দেবাশীষ চক্রবর্ত্তী এই গুণী শিল্পির সন্তান। নিত্যরঞ্জন চক্রবর্ত্তীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT