2:34 pm , December 3, 2021

বাউফল প্রতিবেদক ॥ নিবন্ধনবিহীন ওষধ বিক্রি ও সিন্ডিকেট করে বেশী দামে ওষুধ বিক্রির অভিযোগে মোল্লা ফার্ম্মেসী নামের একটি ওষুধের দোকান বন্ধের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মুহিদ ইসলাম বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে ওই ফার্ম্মেসীতে নিবন্ধণবিহীন ওষুধ পান। এ সময় তিনি ওই ফার্ম্মেসী বন্ধ করে দেন। মুহিদ ইসলাম বলেন, মোল্লা ফার্ম্মেসীতে দীর্ঘদিন থেকে নিবন্ধন বিহীন ওষুধ বিক্রি করা হচ্ছে। এর আগেও একবার ওই ফার্ম্মেসীর মালিককে সতর্ক করা হয়েছে। এছাড়াও মোল্লা ফার্ম্মেসীর মালিক সিন্ডিকেট করে বেশীদামে ওষুধ বিক্রি করছেন। তার ফার্ম্মেসী বন্ধের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সুপারিশ করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ওষুধ ব্যবসায়ী বলেন, কোম্পানীর কমিশনের ওপর ভিত্তি করে নির্ধারিত দামের চেয়ে ক্রেতাদের কিছুটা ছাড় দেয়ার সুযোগ আছে। কিন্তু মোল্লা ফার্ম্মেসীর মালিক সমিতি করে সিন্ডিকেটের মাধ্যমে ক্রেতাদের ছাড় না দিয়ে ব্যবসায়ীদের জিম্মি করে ওষুধ বিক্রি করতে বাধ্য করেন। ক্রেতা ও কোম্পানীর প্রতিনিধিদের সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেন। এছাড়াও নানা অভিযোগ রয়েছে মোল্লা ফার্ম্মেসীর মালিকের বিরুদ্ধে।