2:33 pm , December 3, 2021

বিশেষ প্রতিবেদক ॥ মোমিন মুসলমান কখনো অন্যায় করতে পারেনা। তারা সবকাজে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রাখেন। তাই আল্লাহকে ভয় করে চলেন। এভাবেই ৩ ডিসেম্বর শুক্রবার জুম্মার খুতবার বাংলা আলোচনা শুরু করেন নগরীর সার্কুলার রোডের পেশকার বাড়ি বায়তুল ফালাহ্ মসজিদের ঈমাম হাফেজ মাওলানা আব্দুস সালাম। তিনি বলেন, আমরা বেশিরভাগ মানুষ নামধারী মুসলমান। একদিকে বলি- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, অন্যদিকে ঘুষ, প্রতারণা, ওজনে কম দেয়া, যুগের সাথে তাল মিলানো ছাড়া জীবন চলেনা। কলেমা পড়লেই মুসলমান হওয়া যায় না ভাইয়েরা। নেতা হইতে হইলে যেমন কষ্ট করতে হয়, তেমনিভাবে মুসলমান হইতে হইলেও কষ্ট করতে হবে। আর মুসলমান হইলেই সে মোমিন হয়ে যায় না। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ১০২ আয়াতে বলেছেন – হে মোমিনগণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করোনা। খেয়াল করেন, আল্লাহ এখানে সেই মোমিনদের- যারা বিনা হিসাবে জান্নাতি, তাদের সতর্ক করে মুসলমান হতে বলেছেন। কেন বললেন নবী করিম সাঃ বলেছেন, মুসলমান তো সে- যার কাজকর্ম, চাওয়া পাওয়া যা কিছু আছে, সব আল্লাহর জন্য। আর মোমিন হচ্ছেন নবীজী সাঃ এর অনুসরণকারী। তার সুন্নাহকে আঁকড়ে থাকা মানুষ হচ্ছেন মোমিন বান্দা। বাইতুল ফালাহ্ জামে মসজিদের ঈমাম আরো বলেন, নবীজী সাঃ এর প্রতি ভালোবাসা মানে তার সুন্নাহ এর যথাযথ অনুসরণ করা। তার জীবন ও কাজের অনুসরণকারী প্রতিটি মানুষই প্রকৃত মোমিন।