3:18 pm , December 2, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ আকস্মিকভাবে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়া ভবঘুরে (মানসিক প্রতিবন্ধি) ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে মোটর সাইকেল নিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন সাংবাদিক জোবায়ের হোসেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বটতলা আদম আলী হাজী গলিতে এ দুর্ঘটনার শিকার হয় সে। জোবায়ের দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। দুর্ঘটনায় সে মাথায় ও মুখমন্ডলে গুরুতর আঘাত পেয়েছেন। তাই
শেবাচিম হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সহকর্মী সিকদার মাহাবুব জানিয়েছেন, পার্বত্য শান্তিচুক্তির দুই যুগপূর্তি অনুষ্ঠানের তথ্য সংগ্রহ শেষে বাসার উদ্দেশ্যে রওনা হয় সে। বটতলা আদম আলী হাজী গলি অতিক্রমকালে বৃদ্ধ ভবঘুরে আকস্মিকভাবে মোটর সাইকেলের সামনে থেকে দৌড় দেয়। এ সময় তাকে রক্ষায় মোটর সাইকেলের ব্রেক কষেন। আকস্মিক ব্রেক দেয়ায় মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন সে। তাই মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় ও মুখমন্ডলে আঘাত পেয়েছেন। এতে তার কপালে মারত্মকভাবে জখম হয়েছে। এছাড়াও তিনটি দাত নড়ে গেছে। নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করতে না পারায় চিকিৎসকরা তাকে ভর্তি করেছেন। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন সে।