3:10 pm , December 2, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের তরুনীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক আবু শামীম আজাদ মামলাটি আমলে নিয়ে কোতয়ালী মডেল থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। মামলার আসামী হলেন, বাকেরগঞ্জের কাকরধা এলাকার মোঃ জাফর খানের ছেলে রহিম খান (২০)। মামলা সূত্রে জানা গেছে, আসামী বাদীর আত্মীয়। সেই সুবাদে বাদীর বাড়িতে যাওয়া আসা করতো। বাদীর মেয়ের সাথে সম্পর্ক তৈরি হয়। এরপর বিভিন্ন সময় ভিকটিমকে ধর্ষণ করেছে। ঘটনার দিন গত ১৫ আগস্ট আসামী বাদীর বাড়িতে কেউ না থাকায় ভিকটিমকে ধর্ষণ করে। আসামীকে বিয়ের জন্য চাপ দিলে বিয়ে করতে অস্বীকার করায় বিচারের দাবীতে ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেন।