3:48 pm , December 1, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল’র সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তাকে আইসিইউ থেকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। তার জ্ঞানও ফিরেছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় অস্ত্রোপচার বলে হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী এস এম জাহিদুল হাসান।
ডা. দিপক লামেকের তত্ত্বাবধানে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মোয়াজ্জেম হোসেন আলালের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ সাড়ে ৪ ঘন্টা ধরে তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তার বড় ভাই সৈয়দ দুলাল জানিয়েছেন, বর্তমানে আলালের পরিস্থিতি সন্তোষজনক। তার আংশিক জ্ঞান ফিরেছে। তবে এখনো বেশ ব্যথা অনুভব করছেন। তিনি বলেন, চিকিৎসকদের ধারনা ছিলো হয়ত লিভার প্রতিস্থাপন করতে হতে পারে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তার প্রয়োজন হয়নি। লিভারের সাথে টিউমার হয়েছিলো। সেটিই ফেলে দেওয়া হয়েছে। গত ২৫ নভেম্বর ভারতের চেন্নাই এ্যাপেলো স্পেশালিষ্ট হাসপাতালে ভর্তি হয় আলাল। সে দীর্ঘদিন ধরে কিডনীজনিত রোগে ভুগছিলেন। এ জন্য দেশের একাধিক চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় ভারতে যান তিনি। আলালের পরিবারের পক্ষ থেকে বরিশালবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।