কাল ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি কাল ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি - ajkerparibartan.com
কাল ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি

2:45 pm , November 30, 2021

সমাবেশ, র‌্যালীসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ

নিজস্ব প্রতিবেদক ॥ কাল ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি। শাšি Íচুক্তির চব্বিশ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর শাখা বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কাল সকাল ৯ টায় শহীদ সোহেল চত্বরস্থ বাংলাদেশ আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন। বরিশাল সিটি কর্পোরেশন চত্ত্বরস্থ ফজলুল হক এভিনিউ’তে দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে সমাবেশ ও আনন্দ র‌্যালি। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন , বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো: ইউনুস। সভাপতিত্ব করবেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর । এদিকে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূতির দুই যুগ পূর্তি উপলক্ষ্যে বরিশাল নগরী সাজানো হয়েছে বর্নীল সাজে। নগরীতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন তোড়ন, ব্যানার, ফেস্টুন। নগরীর নাজিরের পুলসহ আশপাশের এলাকা সাজানো হয়েছে বর্নিণল সাজে। নগরীর বিবির পুকুর পাড়, আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন স্থানে করা হয়েছে আলোকসজ্জা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT