নারী নির্যাতন মামলায় পুলিশ সদস্যর জেল নারী নির্যাতন মামলায় পুলিশ সদস্যর জেল - ajkerparibartan.com
নারী নির্যাতন মামলায় পুলিশ সদস্যর জেল

3:01 pm , November 29, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ স্ত্রীকে মারধর করার অপরাধে নারী নির্যাতন মামলায় এক পুলিশ সদস্যকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গতকাল সোমবার বরিশাল মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমান নামের ওই পুলিশ সদস্যকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। এর আগে তিনি জামিনে ছিলেন। আদালতে হাজির হলে বিচারক তার জামিন বাতিল করেন। আরিফুর রহমান এর নায়েক নম্বর ১৪৯৩/ভিপি নং ৯৪১৪১৬৫৮২৮। তিনি কাশিপুরের ফিসারী রোডস্থ পিএএম অফিসে কর্মরত ছিলেন।
জানা গেছে আরিফের সাথে বরিশাল সিভিল সার্জন অফিসের কর্মচারী আবু বক্কর সিদ্দিকের মেয়ে জেসমিনের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর যৌতুকের দাবীতে মারধর শুরু করে আরিফ। এ ঘটনায় বরিশাল পুলিশের শীর্ষ পর্যায়ে একাধিক বার লিখিত অভিযোগ করলেও আরিফের আচরনগত পরিবর্তন না ঘটায় ২০২১ সালে কাউনিয়া থানায় যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করেন স্ত্রী জেসমিন। মামলা নং ১২২/২০২১। ওই মামলায় আদালতে হাজির হয়ে স্ত্রীর সাথে স্বাভাবিক জীবন যাপন করবে এমন শর্তে আদালত আরিফকে জামিন প্রদান করেন। কিন্তু জামিনে থেকে পুনরায় আরিফ স্ত্রী জেসমিনের সাথে খারাপ আচরন শুরু করে এবং মামলা তুলে নেওয়ার হুমকি প্রদান করে। বিষয়টি আদালতকে অবহিত করা হলে বিচারক তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT