রহমতপুর ইউপিতে ইভিএমে ভোট নিয়ে বিপাকে ছিলো ভোটাররা রহমতপুর ইউপিতে ইভিএমে ভোট নিয়ে বিপাকে ছিলো ভোটাররা - ajkerparibartan.com
রহমতপুর ইউপিতে ইভিএমে ভোট নিয়ে বিপাকে ছিলো ভোটাররা

3:06 pm , November 28, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জের রহমতপুর ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার সম্পর্কে ধারনা না থাকায় বৃদ্ধ-বৃদ্ধারা ঠিকভাবে ভোট দিতে ব্যর্থ হয়েছে। এ জন্য তারা কেন্দ্রে বেশি সময় কাটিয়েছেন। সহকারী প্রিজাইডিং অফিসারের সহায়তায় অনেকে ভোট দিয়েছে। আবার অনেকে ভুল স্থানে চাপ দিয়ে বের হয়েছেন। ইভিএমের ভোট নেয়া নিয়ে সমালোচনাও হয়েছে। তবে আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর কারনে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রার্থীরাও আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর ভুমিকায় প্রশংসা করেছেন। সরেজমিনে দেখা গেছে, ভোট প্রদান শুরুর পূর্বেই কয়েকশত মহিলা-পুরুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে যায়। প্রতিটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কারো হাতের আঙ্গুলের ছাপ নিচ্ছে না। কিভাবে ভোট দেবে তা নিয়ে ভোটাররা দ্বিধা-দ্বন্দ্বে থাকায় সময়ক্ষেপন করছেন। বৃদ্ধ ভোটাররা গোপন কক্ষে প্রবেশ করে ইভিএম পদ্ধতি না জানায় দাড়িয়ে থাকতেও দেখা গেছে। পরবর্তীতে সহকারী প্রিজাইডিং অফিসার ভোট দেওয়ার পদ্ধতি শিখিয়ে দেয়ার পর ভোট দিয়েছেন। এ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের শিকার হয় সে। পরে প্রিজাইডিং অফিসার উজ্জল দেব নাথ সহকারী প্রিজাইডিং অফিসারদের ভোটারদের গোপনীয় বুথে না যাওয়ার পরামর্শ দেয়। এ সময় প্রিজাইডিং অফিসার উজ্জল দেব নাথ বলেন, ভোট কেন্দ্রের অধিকাংশ ভোটার বেদে ও অশিক্ষিত এবং সাধারন জ্ঞানহীন মানুষ। এরা ইভিএম সম্পর্কে কোন ধারনা নাই। এমনকি প্রার্থীরা তাদের ভোটারদের ভোট দেওয়ার ধারনা পর্যন্ত দেয়নি। যার ফলে ভোটাররা বুথে এসে বিভ্রান্তির মধ্যে পড়েছেন। অন্যদিকে ভোটারদের তেমন প্রশিক্ষন দেওয়া হয়নি। প্রতিটি কেন্দ্রে এরকম দৃশ্য চোখে পড়েছে। এ ব্যাপারে কেন্দ্র পরিদর্শনে আসা বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা নুরুল আলম বলেন, প্রথম প্রথম কিছুটা সমস্যা হতে পারে। কারন এখানের ভোটারদের প্রশিক্ষণ নেই। তবে আগামীতে এ ধরনে সমস্যা থাকবে না। এই ইউনিয়নে ৭ হাজার ৭শত ৭৭ জন পুরুষ ও ৭ হাজার ৭শত ৭৬ জন মহিলা ভোটার সহ মোট ২১ হাজার ৫শত ৫৩ জন ভোটার রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT