বিএনপির সদস্য সচিব হয়েছেন মুকুল বিএনপির সদস্য সচিব হয়েছেন মুকুল - ajkerparibartan.com
বিএনপির সদস্য সচিব হয়েছেন মুকুল

2:58 pm , November 28, 2021

মিথ্যা তথ্য দিয়ে উত্তর জেলা

গৌরনদী প্রতিবেদক ॥ বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সদস্য সচিব পদটি মিথ্যা তথ্য দিয়ে বাগিয়ে নেওয়া নেতা ও নব-গঠিত কমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুলকে প্রত্যাখান করেছে গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপি। পদটি বাগিয়ে নিতে মুকুল নিজেকে ৯০’র এরশাদ বিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যর গৌরনদী উপজেলা আহবায়ক ও ১৯৮৮ সালে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচিত ভিপি বলে নিজেকে দাবি করেন। কিন্তু ওই বিষয়টি সত্য নয় বলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবের কাছে অভিযোগ করেছে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতারা। মিথ্যা তথ্য দিয়ে বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সদস্য সচিব পদ বাগিয়ে নেওয়ায় বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইসচেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব রিজভী আহম্মেদের কাছে মিজানুর রহমান মুকুলে বিরুদ্ধে অভিযোগ করেছেন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিএনপি নেতারা । অভিযোগকারীর মধ্যে রয়েছে, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফম রশিদ দুলাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সরিকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন মিলন, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাটাজোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন বাবুল, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অনোয়ার সাদাত তোতা, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চাদশী ইউনিয়ের সাবেক চেয়ারম্যান মোঃ তাইফুর রহমান কচি, গৌরনদী পৌর বিএনপি সভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এস,এম, মনির উজ জামান মনির, গৌরনদী পৌর বিএনপির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ফকির, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন তালুকদার, সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, বরিশাল উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, গৌরনদী পৌর যুবদলের সাধারন সম্পাদক শরীফ স্বপন, বরিশাল উত্তর কৃষক দলের সদস্যসচিব ও আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোঃ সেলিম হোসেন, বরিশাল উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ টিটন, গৌরনদী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিররুজ্জামান মনির। বিএনপির দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত অক্টোবর মাসের প্রথম দিকে বরিশাল সদর উত্তর জেলা বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। কমিটিতে আগ্রহী আহবায়ক ও সদস্যসচিব পদে কাংখিত পদের কথা উল্লেখসহ পূর্বেকার রাজনৈতিক পদপদবি উল্লেখ করে তথ্য চান দলের হাই কমান্ড। সদস্য সচিব পদ পেতে লবিং করে সিবি জমা দেন মোঃ আফজাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম কাজল ও মোঃ মিজানুর রহমান মুকুল। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানান, মিজানুর রহমান মুকুল নিজেকে প্রতিষ্ঠাকালীন ছাত্রদলের ত্যাগি ও নির্যাতিত নেতা, ছাত্রদল থেকে ভিপি নির্বাচিত ও শ্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্যর গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা আহবায়ক দাবি করে তথ্য দেন। প্রকৃত পক্ষে উল্লেখিত তথ্য কোনটাই সঠিক নয়। সরকারি গৌরনদী কলেজের ১৯৮৭-১৯৮৮ শিক্ষাবর্ষে ছাত্র সংসদ নির্বাচনে জাতীয় ছাত্র সমাজের প্যানেল থেকে নির্বাচিত জিএস ও তৎকালীন গৌরনদী উপজেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন ভূইয়া বলেন, ১৯৮৮ সালে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে মুকুল-আলাউদ্দিন-হান্নান পরিষদটি ছিল হুসেইন মোহাম্মদ এরশাদ এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের প্যানেল। আমি তৎকালীন সময়ে গৌরনদী উপজেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক হিসেবে ওই প্যানেলে জিএস পদে ও গৌরনদী উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ মিজানুর রহমান মুকুল ভিপি পদে ও হান্নান শরীফ এজিএস পদে মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছি। আমাদের অভিষেক অনুষ্ঠানে এরশাদ সরকারের বস্ত্র মন্ত্রী মন্ত্রী সুনীল গুপ্ত ও ক্রীড়া প্রতিমন্ত্রী রুহুল আমিন হাওলাদার অতিথি ছিলেন। এরশাদ সরকার ক্ষমতায় থাকার শেষ মুহুর্ত পর্যন্ত আমি, ভিপি মুকুল ও এজিএস হান্নান শরীফ জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। পরবর্তিতে ১৯৯১ সালে বিএনপি ক্ষমতা গ্রহনের পরে মুকুল ও হান্নান শরীফ বিএনপিতে যোগদান করেছে। আমি পরবর্তিতে আওয়ামীলীগে যোগদান করি। সরকারি গৌরনদী কলেজে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল থেকে ভিপি নির্বাচিত হওয়া মিজানুর রহমান মুকুলের দাবি প্রসঙ্গে তৎকালীন সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মোসলেম উদ্দিন সিকদার বলেন, ১৯৮৮ সালের সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে হুসেন মোহাম্মদ এরশাদ এর জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের প্যানেল ছিল মুকুল-আলাউদ্দিন-হান্নান পরিষদ। এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্রনেতা ও গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জামাল হাওলাদার বলেন, মিজানুর রহমান মুকুল ছাত্রদল থেকে ভিপি নির্বাচিত হওয়ার ভূয়া গল্প বানিয়ে বিএনপির জেলা সদস্যসচিব পদ বাগিয়ে নিয়েছেন কিন্তু তিনি ছাত্রদল থেকে নির্বাচিত ভিপি নন। মুকুল এরশাদের জাতীয় ছাত্র সমাজের গৌরনদী উপজেলা সভাপতি ছিলেন এবং ছাত্র সমাজ থেকে ভিপি নির্বাচিত হন। গৌরনদী-আগৈলঝাড়ায় শ্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি ও সর্বদলীয় ছাত্র ঐক্য গৌরনদী-আগৈলঝাড়া আহবায়ক জহুরুল ইসলাম জহির ও সর্বদলীয় ছাত্র ঐক্যর যুগ্ম আহবায়ক ও গৗরনদী উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এস.এম. মনির-উজ-জাামান মনির। মিজানুর রহমান মুকুলের দাবি প্রসঙ্গে তৎকালীন সর্বদলীয় ছাত্র ঐক্যর যুগ্ম আহবায়ক ও কলেজ ছাত্রদলের সভাপতি, বরিশাল উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এম মনির- উজ-জামান মনির বলেন, মিজানুর রহমান মুকুলের ছাত্রদল থেকে ভিপি নির্বাচিত হওয়া ও সর্বদলীয় ছাত্র ঐক্যর আহবায়ক দাবি করা শুধু মিথ্যাচারই নয়, ইতিহাস বিকৃত করা এবং দলের হাইকমান্ডকে এই মিথ্যা তথ্য দিয়ে পদ বাগিয়ে নেওয়ার যে দুঃসাহস-ধৃষ্ঠতা দেখিয়েছেন এই অপরাধের জন্য তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থ্া নেওয়ার দাবি জানাচ্ছি। মুকুল ছিল জাতীয় ছাত্র সমাজের সভাপতি ওই পদে থেকেই ছাত্র সমাজের প্যানেল থেকে ভিপি মনোনয়ন পান জিএস পদে তৎকালীন সময়ে উপজেলা ছাত্র সমাজের সাধার সম্পাদক আলাউদ্দিন-ভূইয়া ও এজিএস পদে ছাত্র সমাজের হান্নান শরীফ এজিএস পদে মনোনয়ন পান। এরশাদ সরকারের ক্ষমতার পুরো ৯ বছর তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিএনপি ক্ষমতা গ্রহনের পরে বিএনপিতে যোগদান করেন। গৌরনদী-আগৈলঝাড়া সর্বদলীয় ছাত্র ঐক্যর আহবায়ক ছিলেন তৎকালীন গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি বর্তমানে প্রথম সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির ও যুগ্ম আহবায়ক ছিলাম আমি । ৯০‘র শ্বৈরাচার বিরোধী আন্দোলনের গৌরনদ-আগৈলঝাড়া উপজেলা সর্বদলীয় ছাত্র ঐক্যর আহবায়ক, তৎকালীন সরকারি গৌরনদী কলেজ ও গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, শ্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে যাদের হাতে নির্যাতিত হয়েছি, যারা এরশাদর এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের নেতৃত্ব দিয়েছে তাদের সর্বদলীয় ছাত্র ঐক্যর আহবায়ক দাবি করা রাজনৈতিক মিথ্যাচার ছাড়া কিছুই না। মিজানুর রহমান মুকুল ছাত্র সমাজের উপজেলা সভাপতি থাকাকালীন সময়ে ভিপি পদে, আলাউদ্দিন ভূইয়া সাধারন সম্পাদক থাকাকালীন সময়ে জিএস পদে ও হান্নান শরীফ এজিএস পদে ছাত্র সমাজ প্যানেল থেকে নির্বাচন করেন। এবং ভোট ডাকাতি করে ছাত্র সমাজের প্যানেল থেকে ওই তিন জন নির্বাচিত হন। মুকুল ছাত্রদল থেকে ভিপি নির্বাচিত হননি এবং তখন ছাত্রদল করেননি। বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইসচেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব রিজভী আহম্মেদ জানান, অভিযোগের সত্যতা পেলে নব-গঠিত কমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT