দুই উপজেলায় ১০ বহিরাগত আটক ॥ একজনের দন্ড দুই উপজেলায় ১০ বহিরাগত আটক ॥ একজনের দন্ড - ajkerparibartan.com
দুই উপজেলায় ১০ বহিরাগত আটক ॥ একজনের দন্ড

2:57 pm , November 28, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে বরিশাল জেলার দুই উপজেলায় ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে একজনকে ৭ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মুলাদী ও বাবুগঞ্জে তাদের আটক করা হয়। রোববার দুপুর পর্যন্ত তাদের আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহাজাহান ও অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ফরহাদ সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। দুই কর্মকর্তা জানান, মুলাদীর বাটামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহিরাগত ৩ জন ও বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহিরাগত ৭ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে আলামিন (২৬) নামে একজন মুলাদী উপজেলার গাছুয়া এলাকার আলতাফ সরদারের ছেলেকে ৭দিনের দ- দেওয়া হয়। আর আটক বাকি ৯ জনের বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান পুলিশ সুপার। উল্লেখ্য, তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বরিশাল জেলার তিনটি উপজেলার ৫ টি ইউনিয়নে রোববার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT