2:29 pm , November 27, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে ভারতের চেন্নাই এ্যাপেলো স্পেশালিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশে দীর্ঘদিন চিকিৎসা শেষে সম্প্রতি তিনি ভারতে যান। আলালের ভাই সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল বলেন, বৃহস্পতিবার বিমানযোগে আলাল ভারতে যান। সেখান থেকে তাকে সরাসরি চেন্নাই এ্যাপেলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দিন থেকেই তার চিকিৎসা শুরু হয়। বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা শেষে চিকিৎসক দীপক লানেচ জানিয়েছেন, আলালের কিডনীর পাশে টিউমার রয়েছে। ওই টিউমার অপসারন করতে অপারেশন করতে হবে। এ জন্য আগামীকাল সোমবার সকাল সাড়ে ৭টায় অপারেশনের সময় নির্ধারন করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন আলালের অবস্থা ভালো আছে। অপারেশনে তেমন কোন জটিলতা নেই। আলালের সাথে রয়েছেন তার স্ত্রী। আলাল দীর্ঘদিন ধরে কিডনীজনিত রোগে ভুগছিলেন। এ জন্য দেশের একাধিক চিকিৎসকের শরনাপন্ন হন। পরবর্র্তীতে ভারত যাওয়ার সিদ্ধান্ত নেন। আলালের পরিবারের পক্ষ থেকে বরিশালবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।