2:35 pm , November 26, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ সাংবাদিক ইউনিয়ন বরিশালের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মুরাদ আহমেদ, এমএম আমজাদ হোসাইন, গোপাল সরকার, সহ-সভাপতি রাহাত খান, নির্বাহী সদস্য মিজানুর রহমান, জিয়াউদ্দিন বাবু, বেলায়েত বাবলু, এম. জহির, মুশফিক সৌরভ, মেহেদী হাসান, সুমাইয়া জিসান, মীর নাজমুল, রেদোয়ান রানাসহ অন্যান্যরা।সভার শুরুতে সাংবাদিক ইউনিয়ন বরিশালের কার্যকরী কমিটির সদ্য প্রয়াত সদস্য মোশাররফ হোসেনের আত্মার শান্তি কামনায় এক মিনিটের নীরবতা পালন করা হয়। এছাড়া সংগঠনকে আরও গতিশীল করা, সদস্য সংগ্রহ এবং আসন্ন জানুয়ারিতে বার্ষিক বনভোজন ও মিলন মেলার আয়োজনসহ নানা সিদ্ধান্ত হয় গতকালের সভায়।সভায় উপস্থিত হয়ে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক মাহমুদুল হক খান মামুন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ ও ক্লাবের সাবেক সহ-সভাপতি কাজী মামুন সাংবাদিক ইউনিয়ন বরিশালকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণার পাশাপাশি আগামীতেও তারা সাংবাদিক ইউনিয়নের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।