যেকোনো পরিস্থিতিতে টিভি ক্যামেরাপার্সনরা সাহসী ভূমিকা পালন করে : সিটি মেয়র যেকোনো পরিস্থিতিতে টিভি ক্যামেরাপার্সনরা সাহসী ভূমিকা পালন করে : সিটি মেয়র - ajkerparibartan.com
যেকোনো পরিস্থিতিতে টিভি ক্যামেরাপার্সনরা সাহসী ভূমিকা পালন করে : সিটি মেয়র

2:49 pm , November 25, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ যেকোনো পরিস্থিতিতে টেলিভিশন ক্যামেরাপার্সন না সবসময় সাহসী ভূমিকা পালন করে। সরকারের উন্নয়নেও অগ্রণী ভূমিকা পালন করছে টেলিভিশনে ক্যামেরাপারসনরা। তাদের ক্যামেরায় ফুটিয়ে তুলছে দেশের উন্নয়নের প্রতিচ্ছবি। গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর)বিকালে বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে এসব কথা বলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ । মেয়র বলেন, লেখনীর সাথে ছবিও কথা বলে। আর সেই ছবির কথাগুলো তুলে ধরছে ক্যামেরার পিছনে থাকা মানুষগুলো। বরিশালে কর্মরত স্যাটেলাইট টেলিভিশনের ক্যামেরাপার্সোনরা বরিশালের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করতে আহ্বান জানান। আজ বিকেলে নগরীর কালিবাড়ি রোডের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর বাসভবনে বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি এনটিভি ক্যামেরাপারসন গোবিন্দ সাহা, সাধারণ সম্পাদক নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের ক্যামেরাপারসন মো. শাহিন হাওলাদার সহ কমিটির সদস্যরা ফুল দিয়ে মেয়রকে শুভেচ্ছা জানায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি ও দৈনিক বরিশাল ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক ও স্পাইস টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ফেরদাউস সোহাগ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, বরিশাল মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান জিয়া। এছাড়াও দিপ্ত টিভির ক্যামেরাপারর্সন আবুল বাশার, স্পাইস টেলিভিশনের কাজী মাহামুদুন নবী, চ্যানেল আই’র মো. আরিফুর রহমান, এসএ টিভির নারায়ন চন্দ্র সাহা, সময় সংবাদের আমিনুল ইসলাম, চ্যানেল২৪-এর রুহুল আমিন, ডিবিসি নিউজের সুজয় দাস, যমুনা টেলিভিশনের শুভ হাওলাদার উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT