2:20 pm , November 24, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকার প্রধানের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। গতকাল বুধবার পৃথকভাবে স্মারকলিপি পেশে করেছে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিন জেলাবিএনপির নেতৃবন্দ। প্রথমে জেলা প্রশাসক জসীমউদ্দীন হায়দারের কাছে স্মারকলিপি দিয়েছে দক্ষিন জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে স্মারকলিপি তুলে দেন দক্ষিন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মজিবর রহমান নান্টু। এ সময় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব এ্যাড. আকতার হোসেন মেবুল, জেলা মহিলা দল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, কোতয়ালী বিএনপির সভাপতি এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, এ্যাড. সাদিকুর রহমান লিঙ্কন, এ্যাড. নাজিম উদ্দিন আহমেদ পান্না, এ্যাড. বশির হোসেন, জেলা যুবদল সাধারন সম্পাদত এ্যাড. এইচএম তছলিম উদ্দিন ,জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলুসহ নেতৃবৃন্দ।
এরপর একই দাবীতে স্মারকলিপি দিয়েছে মহানগর বিএনপির নেতৃবৃন্দ। মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল ও সদস্য সচিব এ্যাড মীর জাহিদুল কবির জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, সম্পাদক মসিউর রহমান মঞ্জু, সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব কেএম শহিদুল্লাহ, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, এ্যাড. শাহ্ আমিনুল ইসলাম আমিন, খন্দাকার আবুল হোসেন লিমন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও মহানগর ছাত্রদল সভাপতি এ্যাড. রেজাউল করিম রনি সহ মহানগরের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
একই সময়ে আরো স্মারকলিপি দেয় বরিশাল উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দ। আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, মুলাদী উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক এ্যাড. তরিকুল ইসলাম লাবু, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা মাহমুদ খান।
এ সময় জেলা ও মহানগর বিএনপি নতুন আহবায়ক কমিটির নেতৃবন্দ জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সাথে নিজেদের পরিচয় তুলে ধরে পরিচিত হয়। পরিচয় পর্বকালে তারা জেলা প্রশাসকের কাছে আগামীতে যেন দলীয় শান্তিপূর্ণ কর্মসুচি পালন করার সার্বিক সহযোগিতা কামনা করেন বিএনপি নেতৃবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, কোন সহিংস নয়, রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার মৌলিক অধিকার তাদের রয়েছে। সরকারী সম্পদ ও জান মালের ক্ষয়ক্ষতি হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক।