কাউখালীতে ইউপি নির্বাচন নজরদারীতে সিসি ক্যামেরা স্থাপন কাউখালীতে ইউপি নির্বাচন নজরদারীতে সিসি ক্যামেরা স্থাপন - ajkerparibartan.com
কাউখালীতে ইউপি নির্বাচন নজরদারীতে সিসি ক্যামেরা স্থাপন

2:15 pm , November 24, 2021

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে ৩য় ধাপে দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে সাধারন মানুষ ভীতির মধ্যে রয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নিরাপত্তা নিয়ে ভোটাররা শংঙ্কিত। কাউখালী থানা পুলিশ চিরাপাড়া পারসাতুরিয়া ও সয়না রঘুনাথপুর ইউনিয়নে গুরুত্বপূর্ন কিছু এলাকায় সিসি ক্যামেরা ও দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসিয়ে পুলিশের কঠোর নজরদারিতে করছেন। ইউনিয়ন দুটিতে এখন সাদা পোশাকধারি পুলিশ, ডিবি পুলিশ সহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনী টহল দিচ্ছে। দিন যতই ঘনিয়ে আসছে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই ইউনিয়নের অধিকাংশ চেয়ারম্যান প্রার্থীরা অভিযোগ করেন প্রভাবশালী প্রার্থীরা বহিরাগত লোক দিয়ে সাধারন ভোটারদের উপর চাপ সৃষ্টি করে জোর পূর্বক ভোট আদায়করা চেষ্টা চালাচ্ছে। এ কারনে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক দৃষ্টি রাখছে বলে দাবি করে ওসি বনি আমিন। এ দুটি ইউনিয়নে গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা বসিয়ে শান্তিপূর্ণ পরিবেশের নির্বাচন নিশ্চিত করার ঘোষণা দিয়েছে কাউখালী থানা পুলিশ ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT