আমতলীতে ডায়াগনষ্টিক ল্যাব সহকারী নিখোঁজ আমতলীতে ডায়াগনষ্টিক ল্যাব সহকারী নিখোঁজ - ajkerparibartan.com
আমতলীতে ডায়াগনষ্টিক ল্যাব সহকারী নিখোঁজ

3:00 pm , November 23, 2021

আমতলী প্রতিবেদক ॥ আমতলীতে একটি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত জান্নাতুল ফেরদৌসি পিংকি (১৮) নামে এক স্বাস্থ্যকর্মী রহস্যজনক কারনে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ স্বাস্থ্যকর্মী আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের সোহরাব হাওলাদারের মেয়ে। নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরী ও পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার সকাল ৮টার দিকে আমতলী বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারে ‘ল্যাব সহকারী’ পদে কর্মরত জান্নাতুল ফেরদৌসি পিংকি প্রতিদিনের ন্যায় তার কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ওই দিন রাত ৯টার দিকে রুটিম মোতাবেক আর বাড়ী ফিরে যাননি। বাড়ি না ফেরায় মেয়ের খোঁজ-খবর নেয়ার চেষ্টা করেন স্বাস্থ্যকর্মী পিংকির বাবা। প্রথমে তার ব্যবহৃত মুঠোফোনে কল দিয়ে দেখেন তা বন্ধ রয়েছে। এরপর তার কর্মস্থল বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয় ওই দিন বিকেল ৪টার দিকে পিংকি অফিস থেকে বের হয়ে গেছেন। এরপর পরিবারের সবাই মিলে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ-খবর নিয়ে পিংকির কোন সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। নিখোঁজ স্বাস্থ্যকর্মী পিংকির বাবা সোহরাব হাওলাদার মুঠোফোনে বলেন, গত রবিবার সকাল ৮টার দিকে প্রতিদিনের ন্যায় তার কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় পিংকি। কিন্তু রুটিন মোতাবেক রাত ৯টার দিকে বাড়ি না ফেরায় মেয়ের খোঁজ নিতে তার ব্যবহৃত মুঠোফোনে কল দিয়ে দেখি তা বন্ধ। এরপর তার কর্মস্থল বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করি। তারা জানায় ওই দিন বিকাল ৪টার দিকে সে তার কর্মস্থল ত্যাগ করেছেন। সকল আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ-খবর নিয়ে পিংকির কোন সন্ধান না পেয়ে ওই দিন রাতেই থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। অদ্য পর্যন্ত আমার মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ পিংকির মুঠোফোনের অবস্থান জেনে তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে। এছাড়া নিখোঁজের সম্ভাব্য কারণ অনুসন্ধানেরও চেষ্টা চলছে বলে তিনি জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT