চরফ্যাশনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ২ চেয়ারম্যানকে সতর্ক নোটিশ চরফ্যাশনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ২ চেয়ারম্যানকে সতর্ক নোটিশ - ajkerparibartan.com
চরফ্যাশনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ২ চেয়ারম্যানকে সতর্ক নোটিশ

2:59 pm , November 23, 2021

নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টায়

চরফ্যাশন প্রতিবেদক ॥ চরফ্যাশন উপজেলার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ২ ইউপির চেয়ারম্যানকে সর্তক করে নোটিশ দিয়েছে রির্টানিং কর্মকর্তা। আগামী ২৮ নভেম্বরের ভোট প্রভাবিত করার অভিযোগে রিটানিং অফিসার তাদেরকে সকর্ত নোটিশ দিয়েছে। মঙ্গলবার রিটানিং অফিসার মারুফ হোসেন মিনার ও রফিকুল ইসলাম এই সতর্কীকরণ করেন। তারা হলেন, চরমানিকা ইউপির বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্জ শফিউল্যাহ হাওলাদার ও আবদুল্লাপুর ইউপির চেয়ারম্যান আল এমরান।
জানাযায়, রিটানিং অফিসার রফিকুল ইসলাম ৩৯১স্মারকে নির্বাচনের আচরণবিধি লংঘনের দায়ে কারণ দর্শানোর পত্রে উল্লেখ করেন, ২৩ নভেম্বর চরমানিকা ৬নং ওয়ার্ডে প্রতিদ্বন্দি ইউপির সদস্য প্রার্থীদের সাথে মারামারি ঘটনায় চেয়ারম্যান শফিউল্যাহ হাওলাদারের সর্ম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে। পত্র প্রাপ্তির সাথে সাথে জবাব দাখিলের জন্যে বলা হয়েছে।
এদিকে আবদুল্লাহপুর ইউপির নির্বাচনে চেয়ারম্যান আলে এমরান ইউপির সদস্যদের নির্বাচনে প্রভাবিত করার অভিযোগে রিটানিং অফিসার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার সতর্ক করণ করেছেন বলে জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT