2:33 pm , November 22, 2021
লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে ডাকাতি মামলায় ২৫ বছর সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে এই দুই আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। রবিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড রায়পুরা কান্দি গ্রামের আবুল তালেবের ছেলে বিল্লাল হোসেন (৩৫) এবং একই ওয়ার্ডের ইলিশা কান্দি গ্রামের আনা মিয়ার ছেলে মো. ঝান্টু (৪৫)। এরা দু’জন ডাকাতি মামলার নং ৪৮/১৮ (চরফ্যাশন) এ ৩৯৮/৩২৫/৩০৭ ধারায় মোট ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ডাকাতি মামলার আসামী হিসেবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশেষ অভিযানের মাধ্যমে আসামীদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।