জাগুয়া ইউনিয়নে জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায় অভিযোগ জাগুয়া ইউনিয়নে জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায় অভিযোগ - ajkerparibartan.com
জাগুয়া ইউনিয়নে জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায় অভিযোগ

2:57 pm , November 20, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ দেশে শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত সরকারি নিয়মানুয়ী জন্ম নিবন্ধনের কোন ফি নেওয়া হয় না। তবে শিশুর ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে সব বয়সীদের ৫০ টাকা ফি নেয়ার নিয়ম। তবে সরকারী নিয়মনীতি অমান্য করে জাগুয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের তথ্য সেবা কেন্দ্রে সরকারের নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায় করার অভিযোগ উঠেছে উদ্যোক্তা শামীম বিরুদ্ধে। সরকারী নিয়মের পরিবর্তে নতুন নিয়ম করেছেন তিনি। সে নিয়মে প্রতি জন্ম সনদে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। এছাড়া জন্মনিবন্ধন ফির পাশাপাশি ইউনিয়ন পরিষদের হোল্ডিং ও চৌকিদার ট্যাক্সসহ বিভিন্ন ফি দিতে হচ্ছে নাগরিকদের। খোঁজ নিয়ে এমন অভিযোগের সত্যতাও পাওয়া গিয়েছে। জানা গেছে, জন্ম বা মৃত্যু নিবন্ধনে সরকার নির্ধারিত ফির কোনো তালিকা টানানো নেই। হোগলা গামের একাধিক স্থানীয় বাসিন্দা জানান ২ বছরের শিশুর ২০০ টাকা কমে জন্ম সনদ দেওয়া যাবে না বলে জানান শামীম। তাই বাধ্য হয়ে ২০০ টাকা দিয়ে জন্ম সনদ নিয়েছি। তবে ইউনিয়নে এ অভিযোগ নতুন নয়। সরকারি নিয়ম উপেক্ষা করে উদ্যোক্তা শামীম জন্মনিবন্ধন সনদে অতিরিক্ত ফি আদায় করেন বলে অনেকেই অভিযোগ করেছেন। এটা দেখারও কেউ নেই বলে জানান স্থানীয়রা। এ বিষয় অভিযুক্ত ইউপি উদ্যোক্তা শামীম এর এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তিনি জন্মনিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের কথা অস্বীকার করেন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মুফতী মোঃ হেদায়েতুল্লাহ আজাদীর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT