3:03 pm , November 19, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নলছিটিতে ঠিকাদারী প্রতিষ্ঠান এম খান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স এম খান ট্রেডিং সেন্টারের যাত্রা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর দোয়া মোনাজাতের মাধ্যমে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম খান গ্রুপের পরিচালক মাহফুজ খান। দোয়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী, ঠিকাদার, ব্যাংক কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ উপস্তিত ছিলেন।
মেসার্স এম খান ট্রেডিং সেন্টারে সকল প্রকার রড, সিমেন্ট, ইট সহ লৌহজাত সামগ্রী বিক্রয় করা হবে। এছাড়া এখানে ঢাকা ও চট্রগ্রামের মত সুলভ মূল্যে সকল প্রকার নির্মান সামগ্রী পাওয়া যাবে।