2:48 pm , November 19, 2021

কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কুয়াকাটায় মং সুয়ে চিং (৬০) নামের এক রাখাইন বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে সৈকতের ঝাউবাগান সংলগ্ন এলাকায় একটি গাছের সঙ্গে গলায় দড়ি পেচানো এবং হাটুগেড়ে বসা অবস্থায় তার লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। মৃত মং সুয়ে চিং কুয়াকাটা পৌরসভার কেরানিপাড়া এলাকার মৃতঃ ক্রোং জাং মাতুব্বরের পুত্র।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেড়িয়ে আসে মং সুয়ে চিং। রাতে অনেক চেষ্টার পরেও পরিবারের সদস্যরা তাকে খুজে পায়নি। পরে সকালে স্থানীয়রা ঝাউবাগান সংলগ্ন এলাকায় গাছের সাথে গলায় দড়ি পেচানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটা এখনো নিশ্চিত বলা যাচ্ছেনা। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।