নগরীর শিক্ষার্থীদের টিকাদান শুরু নগরীর শিক্ষার্থীদের টিকাদান শুরু - ajkerparibartan.com
নগরীর শিক্ষার্থীদের টিকাদান শুরু

3:01 pm , November 15, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনা প্রতিষেধক টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার নগরীর বরিশাল ক্লাবে টিকাদান কার্যক্রম উদ্বোধন করে সিটি মেয়র ও মহানগর আওয়াম লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মেয়র বলেন, এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। তাই এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনার জন্য কার্যক্রমশুরু হয়েছে। ২আগামী ৫ নভেম্বরের মধ্যে নগরী ও জেলার মোট ২৪ হাজার ৪০৩ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। সিটি করপোরেশনের টিকা কার্যক্রমের সমন্বয়কারী ডাঃ ধ্রুব বলেন, শিক্ষার্থীদের ফাইজারের উৎপাদিত টিকা দেয়া হচ্ছে। প্রথম দিন এক হাজার শিক্ষার্থীদের টিকা দেয়ার লক্ষ্য ছিলো। কিন্তু দিন শেষে তার বেশীও দিয়েছি। তিনি বলেন, ১২ থেকে ১৭ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরাও টিকা নিতে পারবে। তবে টিকা প্রদানের ক্ষেত্রে এইচএসসি পরীক্ষার্থীদের বেশী গুরুত্ব দেওয়া হচ্ছে। পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড অথবা জন্ম নিবন্ধন দেখিয়ে টিকা নিতে পারবে শিক্ষার্থীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT