2:29 pm , November 14, 2021
পরিবর্তন ডেস্ক ॥ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল ঘোষণার পর পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার প্রার্থী (সাধারণ সদস্য) ও তার সমর্থকদের হামলায় পরাজিত মেম্বার প্রার্থীর এক সমর্থক গুরুতর হয়েছিলেন।ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় দুদা পল্লান (৪৫) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।এ ঘটনায় শনিবার নিহতের স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে বিজয়ী প্রার্থী তালা প্রতীকের নাজিউরকে প্রধান আসামি করে ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।প্রধান আসামি মেম্বারসহ তিন জনকে আটক করেছে পুলিশ।গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, ১১ নভেম্বরের নির্বাচনে গলাচিপা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হন নাজিউর রহমান মঞ্জু। ফলাফল ঘোষণা হওয়ার পর পরই নাজিউরের নেতৃত্বে তার সমর্থকরা পরাজিত মেম্বার আপেল মার্কার কামাল গাজীর সমর্থক দুদা পল্লানের উপর হামলা চালায়।দুদাকে প্রথমে পটুয়াখালী পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় মামলার প্রধান আসামি বিজয়ী মেম্বার নাজিউর, ২ নং আসামি মো. নেছার হাওলাদার ও ১৯ নং আসামি জাকির হাওলাদারকে আটক করা হয়েছে।এদের সবার বাড়ি ৭ নং ওয়ার্ডের পক্ষিয়া গ্রামে।অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।