3:26 pm , November 13, 2021
পরিবর্তন ডেস্ক ॥ পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ১৫ দিনপর চার সন্তানের জননী ফেরদৌসী বেগম (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি জানান। ফেরদৌসী দাসপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জাকির মৃধার স্ত্রী। পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর বিকেল ওই গৃহবধূ ডাক্তার দেখাত গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ৩১ অক্টোবর পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। শুক্রবার রাতে স্থানীয়রা ওই খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।