বন্ধ হলো ঢাকা-বরিশালসহ দক্ষিনাঞ্চলের লঞ্চ চলাচল বন্ধ হলো ঢাকা-বরিশালসহ দক্ষিনাঞ্চলের লঞ্চ চলাচল - ajkerparibartan.com
বন্ধ হলো ঢাকা-বরিশালসহ দক্ষিনাঞ্চলের লঞ্চ চলাচল

3:03 pm , November 6, 2021

 

হেলাল উদ্দিন ॥ ডিজেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর প্রস্তাবের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত না নেওয়ায় সারা দেশের সাথে একযোগে লঞ্চ না চালানোর ঘোষণা দিয়েছেন বরিশালের লঞ্চ মালিকরা। গতকাল বিকেলে এ সিদ্ধান্তের কথা জানান বরিশাল মালিক নেতৃবৃন্দ। ফলে বিকেল থেকেই ঢাকা-বরিশালসহ অভ্যন্তরীর সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। মালিকনেতৃবৃন্দ জানিয়েছেন আগামীকাল বিকেলে ঢাকায় বিআইডব্লিউটিএ এর সাথে বৈঠক আছে সেখানে ইতিবাচক সিদ্ধান্ত আসলেই লঞ্চ চলাচল শুরু করা হবে। কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ সভাপতি সুন্দরবন নেভিগেশনের স্বত্বাধিকারী সাইদুর রহমান রিন্টু বলেন ডিজেলের দাম বৃদ্ধির কারনে আমরা সরকারের কাছে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিলাম। সরকার এতে সাড়া দেয়নি। কথা ছিল গতকাল (শনিবার) দুপুরের মধ্যে আমাদের ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু সেটা হয়নি। মালিকরা বলছেন, লস দিয়ে তারা আর লঞ্চ চালাবেন না। তাই লঞ্চ চলাচল বন্ধ আছে। আগামীকাল বিকেল ৩ টায় বিআইডব্লিউটিএ এর সাথে আমাদেও বৈঠক রয়েছে। বৈঠকে দাবী অনুযায়ী ভাড়া বৃদ্ধি করা হলে আমাদের নেতৃবৃন্দ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিবে। সালমা শিপিং এর কীর্তনখোলা লঞ্চের স্বত্বাধিকারী মঞ্জুরুল আহসান ফেরদৌস বলেন এটা কোন ধর্মঘট নয়। ডিজেলের দাম বৃদ্ধির ফলে লঞ্চ চালাতে লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে তাই আমরা মালিকরা লঞ্চ চলাচল বন্ধ রেখেছি। আমরা যাত্রীদের জিম্মী করে কোন বাড়তি সুবিধা নিতে চাইনা। সরকার যৌক্তিক ভাবে ভাড়া বৃদ্ধি করলেই আমরা লঞ্চ চলাচল শুরু করব। তিনি আরো বলেন গত ১১ বছর ধরে আমরা ভাড়া বৃদ্ধির জন্য সরকারের কাছে দাবী জানিয়ে আসছি। কিন্তু সরকার সে দাবী মানেনি। তারপরও আমরা কম ভাড়ায় যাত্রী পরিবহন করেছি। কিন্তু এখন নতুন করে ডিজেলের দাম বৃদ্ধির কারনে পূর্বেও ভাড়ায় যাত্রী পরিবহন তথা লঞ্চ চালানো সম্ভব নয়। গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে ডিজেল-কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুননির্ধারন করেছে সরকার। এর প্রতিবাদে ও ভাড়া বৃদ্ধির দাবিতে শুক্রবার থেকে বাস চালানো বন্ধ রেখেছেন মালিকরা। অপর দিকে লঞ্চ মালিকরা ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিলেন সরকারের কাছে। ৫ নভেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা থেকে বিআইডব্লিউটিএ এর চেয়াারম্যানের কাছে লঞ্চ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবে প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বাড়ানোর পেক্ষাপটে লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি পথের জন্য ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছেন লঞ্চ মালিকরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT