3:24 pm , November 3, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ চার নেতার সাথে সাথে বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নগরীতে জেল হত্যা দিবস পালন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। গতকাল বুধবার দিনটি পালনে নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দিন আহম্মেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের অস্থায়ী প্রতিকৃতি স্থাপন করা হয়। তাদের প্রতিকৃতিতে প্রথমে সকাল ৯টায় শ্রদ্ধা নিবেদন করে সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর সকাল ১০ টায় বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকনসহ কাউন্সিলর বৃন্দ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীরের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, জেলার সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, সহ-সভাপতি ও সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ সহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।