2:54 pm , November 2, 2021
পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরের গত ১৩ অক্টোবর সড়ক দুর্ঘটনায় নিহত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মশিউর রহমান রাজিব কে চাপা দেয়া ঘাতক বাসটির ড্রাইভার কে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। সোমবার ইমাদ পরিবহনের ড্রাইভার রুহুল আমিন শেখকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশ্রাফুজ্জামান। গ্রেফতার হওয়া ড্রাইভার রুহুল আমিন শেখ পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকার শামসু সেখ এর পুত্র। এর আগে ইমাদ পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-৬৪৫৯) বাসটিকে আটক করে পুলিশ।
নিহত রাজিবের পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মজিবুর রহমান জানান, ১৩ অক্টোবর বিকেলে ইমাদ পরিবহনের ঘাতক বাসটি রাজিব ও তার পরিবারকে চাপা দেয় এতে রাজিব মারা যায় এবং তার পরিবারের সদস্যরা এখনো ঢাকায় চিকিৎসারত আছে। ১৪ অক্টোবর তিনি বাদী হয়ে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। তিনি ঘাতক ইমাদ পরিবহনের ড্রাইভারের উপযুক্ত শাস্তির দাবী করেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশ্রাফুজ্জামান জানান, ইমাদ পরিবহনের বাসটিকে আগেই আটক করা হয়েছে এবং বাসের ড্রাইভার রুহুল আমিন শেখ কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ১৩ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে জেলার নাজিরপুর উপজেলার কাবিরাজ বাড়ী এলাকায় ঢাকা থেকে পিরোজপুর গামী ইমাদ পরিবহনের সাথে নিহত রাজিব ও তার পরিবারের বহনকারী অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষ হলে অটোরিক্সায় থাকা শিক্ষক কাজী মশিউর রহমান রাজিব তার স্ত্রী ও পুত্রকে গুরুত্বর আহতাবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাজিব মারা যায়। রাজিবের স্ত্রী ও পুত্র গুরুতর আহত অবস্থায় এখনো ঢাকায় চিকিৎসারত আছে। রাজিবের পিতা কাজী মজিবুর রহমান বাদী হয়ে ১৪ অক্টোবর নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।