সকল কোঠায় ৩৩ শতাংশ নারীদের রাখার দাবীতে নগরীতে মানববন্ধন সকল কোঠায় ৩৩ শতাংশ নারীদের রাখার দাবীতে নগরীতে মানববন্ধন - ajkerparibartan.com
সকল কোঠায় ৩৩ শতাংশ নারীদের রাখার দাবীতে নগরীতে মানববন্ধন

3:29 pm , November 1, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ “রাজনৈতিক দল সহ সকল পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবীতে নগরীতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার নগরীর সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যৌথভাবে এ মানববন্ধন আয়োজন করেছে বরিশাল নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক সদর উপজেলা কমিটি। মানববন্ধনে সভাপতিত্ব করেন নারী উন্নয়ন ফোরাম সাধারন সম্পাদক হিরন বেগম। বক্তব্য রাখেন বিসিসি সংরক্ষিত কাউন্সিলর ও নারী নেত্রী কহিনুর বেগম, হেনারা বেগম, ফেরদৌসি মুন্নি, বিথিকা রানি আইস প্রমুখ। পরে জেলা প্রশাসক দপ্তরে তাদের দাবী পুরনের জন্য স্মারকলিপি প্রদান করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT