3:31 pm , October 30, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ শিশুদের করোনা টিকা প্রদানের কেন্দ্র হিসাবে বরিশাল ক্লাবকে নির্ধারন করা হয়েছে। টিকা প্রদানের ক্ষেত্রে সুপার কুল এসি ও প্রশস্ত রুমের প্রয়োজন হওয়ায় বরিশাল ক্লাবের হল রুমকেই টিকা কেন্দ্র হিসাবে চূড়ান্ত করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ গোলাম ফারুক বলেন, শিশুদের টিকা প্রদানের জন্য যে ধরনের রুম দরকার সেই প্রয়োজন থেকেই বরিশাল ক্লাবকে বেছে নেওয়া হয়েছে। এখানে সুন্দর পরিবেশে শিশুরা টিকা নিতে পারবে।
টিকার দায়িত্বে থাকা বিসিসির ডাঃ ধ্রুব বলেন, আমরা চেয়েছিলাম স্কুলে স্কুলে ভেন্যু করে টিকা দিতে। কিন্তু স্কুলে সুপার কুল তো দুরের কথা এসি রুমই পাওয়া যায়নি। তাই বরিশাল ক্লাবকেই আমরা বেছেঁ নিয়েছি। প্রয়োজনে বুথের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে। পহেলা নভেম্বর থেকেই টিকা প্রদান শুরু করা হবে।
এদিকে গতকাল শনিবার ছিলো শিশুদের টিকার জন্য নিবন্ধনের শেষ দিন। বরিশাল সিটি করপোরেশন এলাকা থেকে কত সংখ্যক শিশু নিবন্ধন করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ। প্রধান নির্বাহী বলেন আজ অফিস বন্ধ তাই নিবন্ধনের বিষয়ে কিছু বলতে পারব না। কাল রবিবার নিবন্ধনের সংখ্যা জানাতে পারব। উল্লেখ্য পহেলা নভেম্বর থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের করোনার প্রথম ডোজ হিসাবে ফাইজারের ভ্যাকসিন দেওয়া শুরু হবে।