2:55 pm , October 27, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ মুজি বর্ষ বরিশাল জেলা রেটিং দাবা লীগ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠীত হয়েছে। বুধবার বেলা সাড়ে ৩টায় বরিশাল পুলিশ লাইনসের গ্রাটিচিউড হলে অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে বিজয়ী দলকে পুরুস্কার তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তরুজ্জামান।
বরিশালের পুলিশ সুপার মো. মারুফ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ডিআইজি তার বক্তবে বলেন, খেলাধুলা আমাদের মস্তিস্ক বিকাশে প্রয়োজন রয়েছে। দাবা একটি বুদ্ধিমত্তার খেলা । এই খেলা কৌশল অবলম্বন করতে হয় বলে নিজের জীবনে উন্নতি করা সম্ভব এবং এই মেধা দিয়ে সমাজকে উন্নতি করা যায়।
তিনি আরো বলেন, দেশের ক্লাবগুলো খোলাধুলার মাধ্যমে দেশে এবং দেশের বাহিরে অনেক আয় করতে করতে পারে। এতে করে দেশের অর্থনীতির পাশাপাশি উন্নয়শীল দেশ গঠনে বিশেষ ভুমিকা রাখতে পারে।
বরিশাল ক্রিড়া সংস্থার সহযোগীতায় ৫ দিন ব্যাপী এই খেলায় চ্যম্পিয়ন হয় নগরীর কাউনিয়া এলাকার নব জাগরণ সংঘ এবং রানার্স-আপ হয় নগরীর নাজীরপোল এলাকার বরিশাল চেস ক্লাব। এছাড়া দ্বিতীয় এবং তৃতীয় রানার্স-আপ হন বরিশাল ক্লাব ও বরিশাল ফায়ার সার্ভিস। গত ২৩ অক্টোবর শুরু হয়ে ২৭ অক্টোবর ফাইনাল খোলার মধ্যদিয়ে এই প্রতিযোগীতা শেষ হয়। আর প্রতিটি খেলায় একেকটি দলে ৬জন করে খেলোয়ার অংশ নেয়।