নগরীর ২২ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদকের দাফন সম্পন্ন নগরীর ২২ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদকের দাফন সম্পন্ন - ajkerparibartan.com
নগরীর ২২ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদকের দাফন সম্পন্ন

3:07 pm , October 21, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রশিদ শিবলী আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার শেষ নি.শ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর চৌমাথা এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর পর মারকাস মসজিদ গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মরহুমের লাশ নগরীতে আনার পর জানাজায় উপস্থিত থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে রুহের মাগফেরাত কামনা করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, সিটি মেয়র ও মহানগরের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগরের সহ সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, মহানগরের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, যুগ্ম সাধারন সম্পাদক হাসান মাহমুদ বাবু, সাংগঠনিক সম্পাদক এম জাহিদুর রহমান মনির, সাঈদ আহম্মেদ মান্না, প্রচার সম্পাদক হেমায়েত উদ্দিন সুমনসহ নগরীর ৩০ টি ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি সম্পাদক বৃন্দ।
উল্লেখ্য গত ৩ অক্টোবর তিনি অসুস্থ হওয়ার পরে জরুরী ভিত্তিতে ঢাকায় হৃদরোগ ইনস্টিটিউট এ প্রেরণ করা হয়। গত ১২ অক্টোবর ঢাকা ইউনাইটেড হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারী করা হয়েছিলো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT