2:42 pm , October 17, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি এই শ্লোগান নিয়ে বরিশালে পালিত হলো বিশ^ হাত ধোয়া দিবস। রবিবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিথ হয়। পরে সাবান বিতরণ ও হাত ধোয়ানোর কৌশল শেখানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মঈনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ অফিসার সাজ্জাদ পারভেজ, আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।