ববিতে ভর্তি পরীক্ষার্থীদের বিনামূল্যে আনা-নেয়ার ব্যবস্থা করলেন সিটি মেয়র ববিতে ভর্তি পরীক্ষার্থীদের বিনামূল্যে আনা-নেয়ার ব্যবস্থা করলেন সিটি মেয়র - ajkerparibartan.com
ববিতে ভর্তি পরীক্ষার্থীদের বিনামূল্যে আনা-নেয়ার ব্যবস্থা করলেন সিটি মেয়র

2:41 pm , October 17, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ ফ্রী বাসে চড়ে ভর্তি পরীক্ষা দিলেন বরিশাল বিশ^ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। ভর্তিচ্ছুদের ভোগান্তি থেকে মুক্তি দিতে এবং সময় মত কেেেন্দ্র পৌঁছে দিতে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ভর্তিচ্ছুদের সময় মতো কেন্দ্রে পৌঁছে দিতে বরিশাল সিটি কর্পেরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুলাহ ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন। রোববার ‘ক’ ইউনিটে ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বরিশাল বিশ^ বিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী। এদের যাতায়াতের জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ১০টি, রূপাতলী বাস টার্মিনাল থেকে ১০টি বাস ভর্তিচ্ছুদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভর্তি পরীক্ষার সময় যানবাহন জটিলতার কারনে অনেক পরীক্ষার্থী সময়মত কেন্দ্রে উপস্থিত হতে পারে না। এরকম অনেক নজির রয়েছে। এতে অনেক শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে গেছে। তাছাড়া মাত্রাতিরিক্ত ভাড়ার বিষয়টিতো রয়েছেই। তাই সব কিছু বিবেচনা করে মেয়র মহোদ্বয় ফ্রি বাসের ব্যবস্থা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT