সদরের ৬ ইউপিতে ৩১৪ প্রার্থীর মনোনয়ন দাখিল সদরের ৬ ইউপিতে ৩১৪ প্রার্থীর মনোনয়ন দাখিল - ajkerparibartan.com
সদরের ৬ ইউপিতে ৩১৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

2:37 pm , October 17, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল সদর উপজেলার ৬ ইউনিয়ন থেকে চেয়ারম্যান ও সদস্য পদে ৩১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৩ জন, সাধারন সদস্য পদে ২১০ এবং সংরক্ষিত পদে রয়েছেন ৭১ জন। বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে রায়পাশা কড়াপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন হাবিবুর রহমান খোকন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন নুরুল আমিন, মনিরুজ্জামান। নৌকা প্রতিকের প্রার্থী আহমেদ শাহরিয়ার বাবু। সাধারন সদস্য পদে ৩৪ জন, সংরক্ষিত পদে ১২ জন মনোনয়ন জমা দিয়েছেন। চরমোনাই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। এরা হলেন নৌকার প্রার্থী নুরুল ইসলাম, হাতপাখার প্রার্থী সৈয়দ মো. রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী সাব্বির হোসেন, সৈয়দ করিম। সাধারন সদস্য পদে ৪০ জন, সংরক্ষিত পদে ১৫ জন। চরকাউয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। এরা হলেন নৌকা প্রতিকের বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, জাতীয় পার্টির জয়নাল আবেদিন, হাতপাখার আহম্মেদ আলী তালুকদার, স্বতন্ত্র প্রার্থী সুলতান আহম্মেদ, হারুন অর রশীদ এবং মামুন সরদার। সাধারন সদস্য পদে ৩১ জন, সংরক্ষিত পদে ৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। শায়েস্তাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে নৌকা প্রতিকের প্রার্থী আরিফুর রহমান মুন্না, স্বতন্ত্র রুবেল হোসেন মামুন।
সাধারন সদস্য পদে ৩৪ জন, সংরক্ষিত পদে ১১ জন।
চাঁদপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, এর মধ্যে আওয়ামীলীগের প্রার্থী হেলাল উদ্দিন মাষ্টার, স্বতন্ত্র ছাত্রলীগ নেতা এইচএম জাহিদ, বর্তমান চেয়ারম্যান কাজী মাওলানা আমান। সাধারন সদস্য পদে ৩৬ জন, সংরক্ষিত পদে ১৪ জন এবং চন্দ্রমোহন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারন সদস্য পদে ৩৫ জন এবং সংরক্ষিত পদে ১০ জন মনোনয়ন জমা দিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৬ জন করে, জাতীয় পার্টির ২ জন এবং স্বতন্ত্র পদে রয়েছেন ১৯ জন।
রিটার্ণিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার আবদুল মান্নান বলেন ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন যাচাই বাচাই,২৬ অক্টোবর প্রার্থীতা প্রতাহারের শেষ দিন এবং ২৭ অক্টোবর প্রতীক বরাদ্ধ দেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT