খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার সু-ব্যবস্থাসহ বিভিন্ন দাবীতে নগরীতে বিক্ষোভ খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার সু-ব্যবস্থাসহ বিভিন্ন দাবীতে নগরীতে বিক্ষোভ - ajkerparibartan.com
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার সু-ব্যবস্থাসহ বিভিন্ন দাবীতে নগরীতে বিক্ষোভ

3:07 pm , October 16, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার সু-ব্যবস্থাসহ বিভিন্ন দাবীতে নগরীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল শনিবার নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। দক্ষিন জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক, যুব ও ছাত্রদলের যৌথ আয়োজনে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবায়েদুল হক চাঁন। সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাড. এইচএম তছলিম উদ্দিন। বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম সাধারন সম্পাদক কাউন্সিলর মীর জাহিদুল কবীর জাহিদ, মহানগর স্বেচ্ছসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি, মাহমুদ খান, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাজহারুল ইসলাম জাহান, উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিকলু, সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ, মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করীম রনি, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক কামরুল আহসান। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা খন্দকার আবুল হোসেন লিমন, সাইফুল ইসলাম আজিম, সালাউদ্দিন নাহিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার সু-ব্যবস্থা, তারেক জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সাবেক ছাত্রদল নেতার মুক্তি দাবী করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT