ভ্যাপসা গরমে স্বস্তির বৃষ্টি ভ্যাপসা গরমে স্বস্তির বৃষ্টি - ajkerparibartan.com
ভ্যাপসা গরমে স্বস্তির বৃষ্টি

3:07 pm , October 15, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ ভ্যাপসা গরমে স্বস্তির বৃষ্টিতে নগর জীবনে প্রশান্তি। গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হয় বৃষ্টি। সাথে শীতল ঝড়ো হাওয়া কাল বৈশাখীকে মনে করিয়ে দিয়েছে। সন্ধ্যায় আবহাওয়া দপ্তরের বৃষ্টি না হওয়ার পূর্বাভাস মুহুর্তের মধ্যে ভুল প্রমানিত করে প্রকৃতি। গত কয়েকদিনর তপ্ত প্রকৃতি নিজেই সিক্ত করেছে কোন পূর্বাভাস ছাড়াই অঝোর ধারার বৃষ্টি। এর আগে সন্ধ্যায় বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক এসএম নাসিরউদ্দিন দৈনিক আজকের পরিবর্তন পত্রিকাকে জানিয়েছেন, আজকে (শুক্রবার) বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। ভ্যাপসা গরমে নগরবাসীর জীবন যাত্রায় নাভিঃশ্বাস উঠে যাওয়ার কারন জানতে গিয়ে তিনি ওই তথ্য জানিয়েছিলেন। কিন্তু তার আধা ঘন্টা পর পর শুরু হয় কাল বৈশাখীর আবহ। ঝড়ো শীতল বাতাসে তপ্ত ধরনীর গরম প্রকৃতিতে শান্তির ভাব আসে। কয়েক মিনিটের মধ্যে শুরু হয় অঝোর ধারার বর্ষন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত আটটা) ঝড়ছে স্বস্তির বৃষ্টি। যার কারনে বৃষ্টিপাতের পরিমান জানা যায়নি।
এর আগে আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টির কারনে গরমে অস্বস্তি ছিলো। শীত আসার পূর্বে এমন গরম অনুভুত হয়। যা আরো কয়েকদিন অব্যাহত থাকবে।
আবহাওয়াবিদ জানিয়েছেন, হেমন্ত দুয়ারে। ঋতু পরিবর্তনের এমন সময়ে এ পরিস্থিতি বিরাজ করে। এছাড়াও আশ্বিনের শেষ সময়ে সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এমন গরম অনুভূত হচ্ছে। সাগরে লঘুচাপ থাকায় বাতাসে আর্দ্রতা বেশি হওয়ায় ভ্যাপসা গরম। বৃষ্টি হলে এ পরিস্থিতি কেটে যাবে। শুরু হবে শীতের আবহ।
গতকাল শুক্রবার বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনি¤œ ছিলো ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। প্রতি বছর শেষের দিকে এ গরম অনুভুত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT