মুলাদীতে হচ্ছে বঙ্গবন্ধু মডেল গ্রাম মুলাদীতে হচ্ছে বঙ্গবন্ধু মডেল গ্রাম - ajkerparibartan.com
মুলাদীতে হচ্ছে বঙ্গবন্ধু মডেল গ্রাম

3:19 pm , October 14, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মুলাদী উপজেলা পরিষদ মিলনায়তনে অংশীজন অবহিতকরন সভা আজ বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গনমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নিবন্ধক ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ড. হারুন অর রশিদ। মুলাদীর ইউএনও নূর মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুলাদীর উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান মিঠু খান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল বারী, এএসপি মতিউর রহমান, বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন স্বপন ও মুলাদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন। সভায় জানানো হয় মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামকে বঙ্গবন্ধু মডেল গ্রামে রূপ দেয়া হবে। এ জন্য সরকার থেকে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গ্রামের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উন্নত গ্রামীণ জীবনযাপনের সুযোগ সৃস্টি করা হবে। ওই গ্রামের ৫ হাজার মানুষ এর আওতায় আসবে। এ জন্য বরিশাল জেলায় গৌরনদীর হোসনাবাদ গ্রামকেও বেছে নেয়া হয়েছে। অংশীজন অবহিতকরন সভায় বঙ্গবন্ধু মডেল গ্রাম হিসাবে বেছে নেয়া মুলাদীর চরকমিশনার গ্রামের বসিন্দারা উপস্থিত ছিলেন। বরিশালের গৌরনদী ও মুলাদী উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন হবে। এর মাধ্যমে গ্রামের বৈশিষ্ট্য সমুন্নত রেখে গ্রামীণ সম্পদের সুষ্ঠু ও সুষম ব্যবহার নিশ্চিত করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, জৈব জ্বালানির ব্যবহার, যোগাযোগ ও বাজার অবকাঠামো সৃষ্টি, স্বাস্থ্য-শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কমিউনিটির সচেতনতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তিগত অবকাঠামো সৃষ্টির মাধ্যমে সব সেবা সহজলভ্য করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT